রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

কবি আবুবকর সিদ্দিকের ৯০তম জন্মদিন আজ

by ঢাকাবার্তা
কবি আবুবকর সিদ্দিক

সৈয়দ হাসসান ।। 

বাংলাদেশী কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার ও সমালোচক আবুবকর সিদ্দিকের ৯০তম জন্মদিন আজ। ১৯৩৪ সালের ১৯ আগস্ট (২ ভাদ্র ১৩৪১) রবিবার, বাগেরহাটের গোটাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মতিয়র রহমান পাটোয়ারী ছিলেন সরকারি চাকুরিজীবী এবং মা মতিবিবি ছিলেন গৃহিণী। তার পৈতৃক নিবাস ছিল বাগেরহাট জেলার বৈটপুর গ্রামে।

পিতার সরকারি চাকরির সুবাদে ১৯৩৫ থেকে তিনি হুগলি শহরে বসবাস করতে থাকেন। ১৯৪৩ সালে তার পিতা বর্ধমানে বদলি হয়ে গেলে তিনিও সেখানে চলে যান।

১৯৫২ সালে আবুবকর বাগেরহাট মাধ্যমিক সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে সরকারি পিসি কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৫৪ সালে উচ্চমাধ্যমিক এবং ১৯৫৬ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৫৮ সালে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

স্নাতকোত্তর সম্পন্ন করে আবুবকর শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। প্রথমে চাখার ফজলুল হক কলেজে শিক্ষকতা শুরু করলেও পরবর্তীতে বি এল কলেজ, পি.সি কলেজ, ফকিরহাট কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষকতা করেন। এরপর দীর্ঘদিন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। ১৯৯৪ খ্রিষ্টাব্দের ৭ জুলাই সহযোগী অধ্যাপক হিসেবে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। এরপর ঢাকার নটর ডেম কলেজ এবং কুইন্স বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন।

বড় মেয়ে বিদিশার সঙ্গে কবি

বড় মেয়ে বিদিশার সঙ্গে কবি

তাঁর রচিত কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো: ‘ধবল দুধের স্বরগ্রাম’ (১৯৬৯), ‘বিনিদ্র কালের ভেলা’ (১৯৭৬), ‘মানুষ তোমার বিক্ষত দিন’ (১৯৮৬)। এ ছাড়াও তিনি ‘জলরাক্ষস’ (১৯৮৫), ‘খরাদহ’, ‘একাত্তরের হৃদয়ভস্ম’, ‘বারুদপোড়া প্রহর’ (১৯৯৬) উপন্যাস লিখেছেন। তাঁর রচিত গল্পগ্রন্থের সংখ্যা ১০টি। সাহিত্যে অবদানের জন্য কবি আবুবকর সিদ্দিক বাংলা একাডেমি পুরস্কার (১৯৮৮), বাংলাদেশ কথাশিল্পী সংসদ পুরস্কার, বঙ্গভাষা সংস্কৃতি প্রচার সমিতি পুরস্কার (কলকাতা), খুলনা সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।

কবি আবুবকর সিদ্দিক ৫ মেয়ে ও ১ ছেলের জনক। তার বড় মেয়ে বিদিশা ফ্যাশন ডিজাইনার ও রাজনীতিক। বর্তমানে তিনি জাতীয় পার্টির (পুনর্গঠন প্রক্রিয়া) চেয়ারম্যান।

২০২৩ সালের ২৮ ডিসেম্বর খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভোর পৌনে পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এ কবি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net