হাটহাজারী প্রতিনিধি ।।
হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সাড়ে তিন বছর আগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর আগমনের সময় চট্টগ্রামের হাটহাজারীতে সংঘটিত এক ঘটনার প্রেক্ষিতে এই মামলাটি দায়ের করা হয়। মামলায় চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এম এ সালাম, চট্টগ্রাম জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হকসহ ২০০ জনকে আসামি করা হয়েছে।
নিহত ছাত্র কাজী মিরাজুল ইসলামের বাবা কাজী জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আদালত হাটহাজারী থানার ওসিকে মামলা হিসেবে নিতে নির্দেশ দেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এই মামলায় অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মইনুদ্দিন রুহি, এবং আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন মুহুরী প্রমুখ। ২০২১ সালের ২৬ মার্চ নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে হাটহাজারীতে অনুষ্ঠিত মিছিলে সংঘটিত গুলির ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়েছে।