শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

সাইয়েদ জামিল ‘জাতীয় সাংস্কৃতিক মৈত্রী’ থেকে সরে দাঁড়ালেন

by ঢাকাবার্তা
সাইয়েদ জামিল

সৈয়দ হাসসান ।। 

‘জাতীয় সাংস্কৃতিক মৈত্রী’ নামের নতুন সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক কমিটিতে ২৫ জনের মধ্যে একজন হিসেবে নাম প্রকাশিত হয় সাইয়েদ জামিলের। তবে নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, তিনি কোনো সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন এবং তার নাম ভুলক্রমে যুক্ত হয়েছে।

সাইয়েদ জামিল তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, “আমি সাংগঠনিক না। আমার জীবনে কোনো সংগঠনের সদস্য হইনি, এমনকি কালচারাল সংগঠনেও আমি ছিলাম না। আমি স্বতন্ত্র। আমি একক কণ্ঠস্বর।” তিনি আরও উল্লেখ করেন যে, তার রাজনৈতিক চিন্তা ও এজেন্ডা তিনি লেখালেখি ও অন্যান্য তৎপরতার মাধ্যমে প্রকাশ করে থাকেন এবং এর জন্য তাকে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন নেই।

গণ-অভ্যুত্থানের প্রেরণায় ‘জাতীয় সাংস্কৃতিক মৈত্রী’ গঠন

তিনি স্পষ্ট করে বলেন, “আমি যদি কোনো পলিটিক্যাল পার্টি বা কালচারাল সংগঠনের সঙ্গে যুক্ত হই তবে আমার ব্যক্তি স্বাতন্ত্র্য বা নৈতিক অবস্থান বিঘ্নিত হবে।” তিনি আরও বলেন, “সংগঠনে আমি থাকছি না। আমার বৈশিষ্ট্যগত কারণেই আমার থাকা উচিতও না।”

‘জাতীয় সাংস্কৃতিক মৈত্রী’ সম্প্রতি ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে দেশাত্মবোধ ও সংস্কৃতির চেতনা ছড়িয়ে দিতে একটি সাংগঠনিক প্ল্যাটফর্ম তৈরি করেছে। তবে সাইয়েদ জামিল তাদের কাজকে সাধুবাদ জানালেও নিজে কোনোভাবে এতে অংশ নিচ্ছেন না বলে স্পষ্ট করেছেন।

এতে প্রমাণিত হলো, সাইয়েদ জামিল নতুন এই সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত নন এবং এই ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার জন্য তিনি তার বন্ধু ও সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনা জানিয়েছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net