ঢাকাবার্তা ডেস্ক ।।
চীনের সঙ্গে ইলন মাস্কের (Elon Musk) ঘনিষ্ঠতা ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে তার বন্ধুত্ব এবং নতুন প্রশাসনে তার ভূমিকা হুমকির মুখে ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। খবর নিউজইউকের।
ট্রাম্প মাস্ককে “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি” বিভাগের প্রধান হিসেবে মনোনীত করেছেন, যেখানে তার সঙ্গী হিসেবে থাকবেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ বিবেক রামাস্বামী।
তবে বিশেষজ্ঞরা বলছেন, চীনের প্রতি মাস্কের নমনীয় নীতি ট্রাম্পের কঠোর বাণিজ্যনীতির সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করতে পারে। ট্রাম্প ইতোমধ্যেই চীনের পণ্যে ৬০ শতাংশ শুল্ক এবং চীনের ইলেকট্রিক গাড়ির উপর নিষেধাজ্ঞার পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে, মাস্ক তার টেসলা (Tesla) কারখানার মাধ্যমে চীনে উল্লেখযোগ্য ব্যবসা পরিচালনা করছেন এবং চীনের কমিউনিস্ট পার্টিকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। এটি ট্রাম্পের চীন-বিরোধী নীতির সঙ্গে বিরোধের সূচনা করতে পারে।
তবু, বিশেষজ্ঞদের মতে, মাস্ক তার প্রভাব কাজে লাগিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। কেউ কেউ তাকে হেনরি কিসিঞ্জারের (Henry Kissinger) মতো ভবিষ্যৎ মধ্যস্থতাকারী হিসেবে দেখছেন। তবে মাস্কের ব্যবসায়িক স্বার্থকে কেন্দ্র করে তার ভূমিকা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।