রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

নির্বাচন ২০২৫ সালের শেষে বা তার ৬ মাস পর: প্রধান উপদেষ্টা

by ঢাকাবার্তা
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার ।। 

ছাত্র-জনতার অভ্যুত্থান–পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৫ সালের শেষে বা তার ৬ মাস পর জাতীয় নির্বাচন হতে পারে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হয়। ভাষণে ড. ইউনূস বলেন, “আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজনের জন্য বারবার আবেদন করেছি। তবে রাজনৈতিক ঐকমত্য থাকলে, শুধুমাত্র ভোটার তালিকা নির্ভুল করে ২০২৫ সালের শেষ দিকে নির্বাচন করা সম্ভব। কিন্তু যদি নির্বাচনপ্রক্রিয়া ও নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার যুক্ত করতে হয়, তবে আরও ছয় মাস সময় লাগতে পারে। ফলে ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে।”

ড. ইউনূস আরও জানান, নির্বাচনপ্রক্রিয়া নির্ভুল ও গ্রহণযোগ্য করতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net