সোমবার, আগস্ট ৪, ২০২৫

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরি করবে সরকার

by ঢাকাবার্তা
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

স্টাফ রিপোর্টার ।। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ–অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ঘোষণাপত্রটি জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য প্রণীত হবে।

আজ সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ রাজনৈতিক দল ও অংশগ্রহণকারী পক্ষের মতামতের ভিত্তিতে এটি চূড়ান্ত হবে।

শফিকুল আলম আরও বলেন, ‘সকলের অংশগ্রহণের মাধ্যমে সর্বসম্মতিতে এটি প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে।’

প্রেস ব্রিফিংয়ের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা জরুরি বৈঠকে বসেছেন। বৈঠক শেষে মঙ্গলবারের কর্মসূচি সম্পর্কে ঘোষণা আসতে পারে।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net