রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

স্বাধীনতা পদক (মরণোত্তর) পাচ্ছেন আবরার ফাহাদ

by ঢাকাবার্তা
আবরার ফাহাদ

স্টাফ রিপোর্টার ।।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ প্রদান করা হচ্ছে।

সোমবার (৩ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানা যায়। পোস্টে উল্লেখ করা হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক ও মুক্তচিন্তার প্রতিচ্ছবি আবরার ফাহাদ। স্বাধীনতা পদক প্রাপ্তি তার আত্মত্যাগের স্বীকৃতি, যা ন্যায়বিচারের পথে জাতিকে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে। ২০২১ সালের ৮ ডিসেম্বর এ ঘটনায় দোষী সাব্যস্ত ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net