বুধবার, আগস্ট ৬, ২০২৫

ঈদের মোনাজাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার

"বাংলাদেশের প্রতিটি গ্রামে, বাজারে ও শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জাতির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যাঁরা জামাতে শরিক হতে পারেননি, তাঁদেরও ঈদ মোবারক। আমাদের মা-বোনেরা, যাঁরা ঘরে রয়েছেন, তাঁরাও আমাদের শুভেচ্ছার অংশীদার।"

by ঢাকাবার্তা
ঈদের নামাজ শেষে মোনাজাতরত প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার ।।

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “ঈদ দূরত্ব ঘোচানোর, নৈকট্য ও ভালোবাসার উৎসব। আজকের দিনটি যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই বার্তা সবার কাছে পৌঁছে দিতে পারি। এটি একটি অটুট ঐক্য গড়ার দিন। আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়তে চাই।”

তিনি আরও বলেন, “আজকের দিনে আমরা প্রার্থনা করি যেন ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, যাঁরা এখনও স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, তাঁদের জন্য আমরা আল্লাহর কাছে মোনাজাত করি। শত বাধা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়বই।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ যাঁরা করে দিয়েছেন, সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। যাঁরা আহত হয়েছেন, যাঁরা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়েছেন, তাঁদের সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা করছি।”

 

তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি গ্রামে, বাজারে ও শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জাতির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যাঁরা জামাতে শরিক হতে পারেননি, তাঁদেরও ঈদ মোবারক। আমাদের মা-বোনেরা, যাঁরা ঘরে রয়েছেন, তাঁরাও আমাদের শুভেচ্ছার অংশীদার।”

প্রবাসী শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রবাসী ভাইয়েরা, যাঁরা সারা বছর পরিশ্রম করেন, আজ হয়তো ঈদের জামাতে থাকতে পারেননি। জাতির পক্ষ থেকে তাঁদের প্রতিও রইল ঈদের শুভেচ্ছা।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net