সৈয়দ হাসসান ।।
রাজস্থানের জয়পুরে সোমবার মরুঝড় না এলেও এল বৈভব-ঝড়। আর সেই ঝড়ে উড়ে গেল গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে এত খারাপভাবে এর আগে হারেনি তারা। আর এই ঐতিহাসিক হারের নায়ক একটাই নাম— বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সী এই বিস্ময় বালক আইপিএলের ইতিহাসে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলল এক অনন্য কীর্তির মাধ্যমে। বরিশালের পারভেজ হোসেন ইমনের গড়া রেকর্ড ভেঙে, বৈভব এখন টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরানকারী ব্যাটার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো টুর্নামেন্টে খেলা পারভেজ হোসেন ইমন ২০২০ সালে ১৮ বছর ১৭৯ দিন বয়সে রাজশাহীর বিরুদ্ধে শতরান করেছিলেন। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন এবং ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সদস্য ছিলেন। সেই তুলনায় বৈভবের এই কীর্তি আরও বিস্ময়কর, কারণ তার বয়স মাত্র ১৪ বছর ৩২ দিন।
বৈভব সূর্যবংশীর রেকর্ডের ঝলক:
- টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরানকারী: বৈভব ১৪ বছর ৩২ দিনে এই রেকর্ড গড়ে ভেঙে দিল বিজয় জোল (১৮ বছর ১১৮ দিন) ও পারভেজ ইমনের (১৮ বছর ১৭৯ দিন) কীর্তি।
- সবচেয়ে কম বয়সে আইপিএলে শতরান: আগের রেকর্ড ছিল মণীশ পাণ্ডের (১৯ বছর ২৫৩ দিন) দখলে।
- সবচেয়ে কম বয়সে আইপিএলে অর্ধশতরান: রিয়ান পরাগের রেকর্ড (১৭ বছর ১৭৫ দিন) ভেঙে দিল বৈভব।
- আইপিএলের দ্বিতীয় দ্রুততম শতরান: ৩৫ বলে শতরান করে শুধু ক্রিস গেলের (৩০ বলে শতরান) পরে নাম লিখিয়েছে।
- দ্রুততম ভারতীয় হিসাবে আইপিএলে শতরান: ৩৫ বলে শতরান করে ইউসুফ পাঠান (৩৭ বলে) ও প্রিয়াংশ আর্য (৩৯ বলে) কে পেছনে ফেলেছে।
- ১৮ বছর বয়সের আগেই সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড: ১৬টি ছক্কা ইতিমধ্যেই মেরেছে বৈভব, দ্বিতীয় স্থানে থাকা অভিষেক শর্মা ও রিয়ান পরাগের (৫টি ছক্কা) চেয়ে অনেক এগিয়ে।
গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে ২০৯ রান তোলে। কিন্তু বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল সেই পাহাড়সম রান অনায়াসে তাড়া করেন। বিশেষ করে বৈভবের ব্যাটিং ছিল যেন ধ্বংসের রূপ। আইপিএলে ২০০-এর বেশি রান তাড়া করার সবচেয়ে দ্রুততম রেকর্ডও গড়ল রাজস্থান রয়্যালস— মাত্র ১৫.৫ ওভারে ম্যাচ জিতে।
ব্যক্তিগতভাবে বৈভব প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন। অভিজ্ঞ বোলারদের উপর তার আধিপত্য ছিল অবিশ্বাস্য। মুহাম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ— কারও কাছেই রেহাই মেলেনি। যেভাবে রশিদ খানের মতো বোলারকেও ছক্কা মেরে শতরান পূর্ণ করল, তা দেখার মতো ছিল।
১৪ বছরের বৈভব সূর্যবংশী শুধু রেকর্ডই ভাঙেনি, বরং নতুন স্বপ্ন দেখিয়েছে তরুণ ক্রিকেটারদের। বরিশালের ইমনের ইতিহাস গড়া পারফরম্যান্সও আজ নতুন আলোচনায়, কারণ বৈভব দেখিয়ে দিল বয়স শুধুই সংখ্যা— প্রতিভা থাকলে আকাশও হাতের মুঠোয় আসে।