রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

মুর্শিদাবাদ সফরের প্রথম দিনেই শহিদ পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন

by ঢাকাবার্তা

কলকাতা প্রতিনিধি ।।

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় শহিদ হওয়া তেহট্টের বন্দু আলি শেখের স্ত্রীকে চাকরি দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে দেশপ্রেমিকের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেহেলগামের ওই জঙ্গি হামলায় গত ৮ জুলাই তেহট্টের সিআরপিএফ জওয়ান বন্দু আলি শেখ শহিদ হন। তাঁর পরিবার শোকস্তব্ধ হলেও মুখ্যমন্ত্রীর এই মানবিক পদক্ষেপে কিছুটা সান্ত্বনা পেয়েছেন তাঁরা।

আজ মুর্শিদাবাদের সফরে শহিদ জওয়ানের পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে রওনা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মিশে যান মানুষের মধ্যে। মুর্শিদাবাদের সাধারণ মানুষ তাঁদের নেত্রীকে কাছে পেয়ে আপ্লুত, আনন্দিত। সেখানকার সাদামাটা মানুষদের মধ্যে তাঁর উপস্থিতি এনে দেয় অন্যরকম আনন্দ ও আশ্বাস।

সুতির ছাবঘাটির ক্ষুদিরাম দাস হাইস্কুল মাঠে আজ আয়োজিত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কালীগঞ্জ মহকুমা হাসপাতালে পাঁচ শয্যাবিশিষ্ট নতুন ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন। এতে করে বহু রোগী উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। “মানবিক মুখ্যমন্ত্রী” হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার বাসিন্দারা।

মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহিদ পরিবার, সাধারণ মানুষ ও রোগীদের পাশে থাকার এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net