রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

ভাগ্য ফেরেনি টাইব্রেকারে, সাফ অনূর্ধ্ব‑১৯ ট্রফি হাতছাড়া বাংলাদেশের

ভারত ১ (৪): ১ (৩) বাংলাদেশ

by ঢাকাবার্তা
এই আনন্দ শেষ পর্যন্ত টেনে নিতে পারল না বাংলাদেশের যুবারা

ডেস্ক রিপোর্ট ।।

বাংলাদেশের যুবা ফুটবলারদের স্বপ্ন ভেঙে গেল টাইব্রেকারে। অরুণাচল প্রদেশের ইউপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব‑১৯ চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর ফাইনালে ৯০ মিনিট শেষে ১‑১ সমতার পর পেনাল্টি শুট‑আউটে ৪‑৩ ব্যবধানে জয় তুলে নিলো ভারত, জিতে নিল নিজেদের চতুর্থ সাফ বয়সভিত্তিক ট্রফি। মোরশেদ‑নাজমুলদের চোখের কোণে তাই আজ কেবল জল।

প্রথম মিনিটেই ডি‑বক্সের বাইরে থেকে সিঙ্গামায়ুম শামির ফ্রি‑কিকে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। এরপর ভারতের টানা চাপ সামলে ৪২ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ তৈরি করে মিঠু‑রিফাত জুটি, কিন্তু শ্রীলঙ্কান রেফারি মোহাম্মদ জাফরানের বিতর্কিত সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়। ম্যাচের ৬০‑তম মিনিটে বদলি জয় আহমেদ জটলার ভেতর থেকে জোরালো শটে জাল কাঁপিয়ে সমতা ফেরালে আশায় বুক বাঁধে লাল‑সবুজ শিবির—সেই সাথে ভারত হজম করে টুর্নামেন্টের প্রথম ও একমাত্র গোল।

পেনাল্টি শুট‑আউটের শুরুর ধাক্কা সামলাতে পেরেছিল বাংলাদেশ; গোলকিপার ইসমাইল দুর্দান্তভাবে ফিরিয়ে দেন ভারতের দ্বিতীয় শুটার রোহেন সিংয়ের শট। কিন্তু ভাগ্য মুখ ফেরায় শেষদিকে—সালাহ উদ্দিন ও অধিনায়ক নাজমুল হুদা নিজের শট লক্ষ্যভ্রষ্ট করলে ট্রফি ছুঁয়ে দেখা হলো না আর।

এই আনন্দ শেষ পর্যন্ত টেনে নিতে পারল না বাংলাদেশের যুবারা

এই আনন্দ শেষ পর্যন্ত টেনে নিতে পারল না বাংলাদেশের যুবারা

ম্যাচের শুরুতে প্রতিপক্ষের টানা আক্রমণ ঠেকিয়ে ২৫‑তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে সুমন সরেনের দারুণ দৌড়ে একটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন বাংলাদেশ; ফাঁকা নাজমুলকে পাশ না দিয়ে সরাসরি শট নেন তিনি। ২৮‑তে নাজমুলের শট পোস্ট ঘেঁষে বের হয়ে যায়। বিরতির আগে রেফারির সময় যোগ নিয়ে ওভারটাইম খেলানো নিয়েও ক্ষোভ ঝাড়েন ডিফেন্ডার মিঠু।

বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে ড্র ও ভুটানকে ৩‑০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে; নেপালকে ২‑১ হারিয়ে ফাইনালে পৌঁছায়। কিন্তু শিরোপা‑যাত্রা থেমে গেল আজ। দেশটির বয়সভিত্তিক সাফ শিরোপা এখনো একটি—২০২4‑এর অনূর্ধ্ব‑২০ ‘সাফ’ জয় (নেপালকে হারিয়ে)।

ভারত প্রথম শিরোপা জেতে ২০১৫‑র প্রথম আসরে; এরপর অনূর্ধ্ব‑১৮ ও অনূর্ধ্ব‑২০ সংস্করণ মিলিয়ে এবার তাদের চতুর্থ ট্রফি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net