রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

এননটেক্স কেলেঙ্কারি: অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার

by ঢাকাবার্তা
আবুল বারকাত

স্টাফ রিপোর্টার ।।

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও খ্যাতিমান অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল বারকাতকে ধানমন্ডি থেকে আটক করা হয় এবং তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ (শুক্রবার) তাকে দুদকে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি, এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অধ্যাপক আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ভুয়া ঋণ প্রদানের মাধ্যমে এই বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।

অধ্যাপক আবুল বারকাত দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একাধিক দুর্নীতির মামলায় রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, আমলা ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দুদক। সেই ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার হলেন অধ্যাপক আবুল বারকাত, যা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net