শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

ধানমণ্ডিতে উদ্বোধন হলো অ্যাপোলো ক্লিনিক

বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের উদ্যোগ

by ঢাকাবার্তা
অ্যাপোলো ক্লিনিক উদ্বোধনের দৃশ্য

স্টাফ রিপোর্টার ।। 

রাজধানীর ধানমণ্ডিতে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন অ্যাপোলো ক্লিনিক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) রাজধানীর সোনারগাঁওয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্লিনিকটি কার্যক্রম শুরু করেছে।

অ্যাপোলো ক্লিনিক ভারতের বৃহত্তম হাসপাতাল চেইন অ্যাপোলো হেলথের একটি শাখা এবং এটি পরিচালিত হচ্ছে বাংলাদেশে অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের মাধ্যমে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, দেশের মানুষের জন্য গুণগত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই হাসপাতাল স্থাপন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বিদেশে না গিয়ে এখন থেকে দেশের মানুষ ন্যায্য মূল্যে আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক হোয়াই কোয়ান কিম, অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অব ফ্র্যাঞ্চাইজি বিজনেস তরুন গুলাটি, আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক নাবিল এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

আমিনুল হক নাবিল বলেন, ভারতের ৪২ বছরের সুপরিচিত অ্যাপোলো হাসপাতালের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করছে অ্যাপোলো ক্লিনিক। তিনি জানান, ধানমণ্ডির সেন্ট্রাল লোকেশনে থাকা ক্লিনিকটি সহজ যাতায়াতের সুবিধা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করেছে।

ক্লিনিক ভবন শতভাগ রাজউক অনুমোদিত, ভূমিকম্প ও বর্জপাথ প্রতিরোধক এবং এখানে দুটি স্পেসিয়াস লিফট, আধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম, ২৪ ঘণ্টার জেনারেটর সার্ভিস এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক সাব স্টেশন রয়েছে। এছাড়া সার্বক্ষণিক সিসি ক্যামেরা মনিটরিং এবং দক্ষ নিরাপত্তা ও মেইনটেনেন্স টিম রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা উন্মোচন ও কেক কেটে ক্লিনিকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে ঢাকায় একটি হোটেলে জেএমআই গ্রুপ ও অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের মধ্যে হাসপাতাল চালুর চুক্তি স্বাক্ষরিত হয়।

জেএমআই স্পেশালাইজড হাসপাতাল জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের একটি সাবসিডিয়ারি। অন্যদিকে, অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেড দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাসপাতাল চেইন, যার মালিকানাধীন ৭৫টি হাসপাতাল ও ৩৫০টি ক্লিনিক রয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net