বিনোদন ডেস্ক ।।
‘আর্টিকেল ৩৭০’-এ এনআইএ এজেন্টের চরিত্রে নজর কাড়ার পর ফের বাস্তবের এক সাহসী নারীর ভূমিকায় হাজির হয়েছেন ইয়ামি গৌতম। নতুন ছবি ‘হক’-এ তিনি অভিনয় করেছেন ১৯৮৫ সালের ঐতিহাসিক সাহো বানু বেগম মামলার মূল চরিত্রে। তাঁর স্বামী আহমেদ খানের ভূমিকায় আছেন ইমরান হাশমি। সুপর্ণ ভার্মার পরিচালনায় ছবিটি গত শুক্রবার মুক্তি পেয়েছে।
ট্রেলার প্রকাশের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে ইয়ামি বলেন, নিজের কাজ নিয়েই তাঁর মনোযোগ, কোনো তকমা তাঁকে প্রভাবিত করে না। “এ রকম তকমা আছে? আমি জানতাম না,”—হেসে বলেন তিনি। “আগে আমাকে আন্ডাররেটেড বলা হতো, এখন হয়তো অন্য কিছু। মানুষ কিছু না কিছু বলবেই।”
- ১৯৮৫ সালের সাহো বানু বেগম মামলার কাহিনি অবলম্বনে তৈরি ‘হক’
- ইমরান হাশমির সঙ্গে আইনি লড়াইয়ের গল্প
- “জাতীয়তাবাদী” তকমা প্রসঙ্গে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া ইয়ামির
- বিনোদনের মাধ্যমে কাহিনি বলাকেই গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী
‘হক’-এর গল্পে সাহো বানুর ন্যায়বিচারের সংগ্রাম তুলে ধরা হয়েছে। ইয়ামির ভাষায়, “আমরা চাইলে এটি তথ্যচিত্র বানাতে পারতাম, কিন্তু সিনেমা মানেই বিনোদন। সেই বিনোদনের মধ্য দিয়েই গল্পটা বলতে চেয়েছি।” তিনি মনে করেন, কাহিনি যতই শক্তিশালী হোক, দর্শকের আনন্দই আসল উদ্দেশ্য।

ইয়ামি গৌতম
ছবির শুটিং প্রসঙ্গে ইয়ামি জানান, “একটি ৮–১০ মিনিটের দৃশ্য আমি এক টানে দিয়েছি, কোনো কাট ছাড়াই। এটা এখন পর্যন্ত আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” সাহো বানুর চরিত্রে অভিনয়কে তিনি দেখেন ন্যায় ও নারীর অধিকারের লড়াইয়ের প্রতীক হিসেবে।
দর্শকের প্রতিক্রিয়া প্রসঙ্গে ইয়ামির মত, “সব দর্শক একভাবে দেখেন না। কেউ পছন্দ করবেন, কেউ হয়তো করবেন না—তবু সবার মতামতকে আমি সম্মান করি।”