শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

‘খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন’

ব্রিফিংয়ে আহমেদ আজম খান বলেন, ‘গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন,আমাদের মাঝে ফিরে আসার জন্য লড়াই করছেন।’

by ঢাকাবার্তা
খালেদা জিয়া। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। তিনি জানান, রোববার রাত থেকেই বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে গেছে।

আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে আজম খান বলেন, ‘গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আমাদের মাঝে ফিরে আসার জন্য লড়াই করছেন। এখনো তাঁর অবস্থায় কোনো উন্নতি হয়নি। সারা জাতির কাছে দোয়া ছাড়া আর কিছু বলার নেই।’

তিনি আরও জানান, খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। ‘সিসিইউ থেকে আইসিইউ, এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট—যা-ই বলেন। সংক্ষেপে বলব, ম্যাডাম খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন,’ বলেন তিনি।

আজম খান জানান, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের পাশাপাশি এখন চীনের বিশেষজ্ঞরাও যুক্ত হয়েছেন। ‘সবাই ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন। বাকিটা আল্লাহ ভরসা,’ বলেন তিনি।

এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া লিভারের সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর রাতে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।

এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার বলেন, খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’। পরদিন তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা তাঁর নেই।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net