শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

আসন্ন নির্বাচনে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি

গুলশানে সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ; মোট ঘোষিত আসন দাঁড়াল ২৭৩

by ঢাকাবার্তা
খালেদা জিয়া ও তারেক রহমান। গ্রাফিক, গালা

স্টাফ রিপোর্টার ।। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত ৩৬ আসনের প্রার্থী তালিকা

  • ঠাকুরগাঁও-২: আব্দুস সালাম
  • দিনাজপুর-৫: একেএম কামরুজ্জামান
  • নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু
  • নাটোর-৩: মো. আনোয়ারুল ইসলাম
  • সিরাজগঞ্জ-১: সেলিম রেজা
  • যশোর-৫: এম ইকবাল হোসেন
  • নড়াইল-২: মো. মনিরুল ইসলাম
  • খুলনা-১: আমির এজাজ খান
  • পটুয়াখালী-২: মো. শহিদুল আলম তালুকদার
  • বরিশাল-৩: জয়নাল আবেদিন
  • ঝালকাঠি-১: রফিকুল ইসলাম জামাল
  • টাঙ্গাইল-৫: সুলতান সালাহউদ্দিন টুকু
  • ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ
  • কিশোরগঞ্জ-১: মো. মাজহারুল ইসলাম
  • কিশোরগঞ্জ-৫: শেখ মজিবর রহমান
  • মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবির
  • মুন্সিগঞ্জ-৩: মো. কামরুজ্জামান
  • ঢাকা-৭: হামিদুর রহমান
  • ঢাকা-৯: হাবিবুর রশিদ
  • ঢাকা-১০: শেখ রবিউল আলম
  • ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন
  • গাজীপুর-১: মো. মজিবুর রহমান
  • রাজবাড়ী-২: মো. হারুন অর রশীদ
  • ফরিদপুর-১: খন্দকার নাসির উল ইসলাম
  • মাদারীপুর-১: নাদিয়া আক্তার
  • মাদারীপুর-২: জাহান্দার আলী খান
  • সুনামগঞ্জ-২: নাসির হোসেন চৌধুরী
  • সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম
  • সিলেট-৪: আরিফুল হক চৌধুরী
  • হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া
  • কুমিল্লা-২: মো. সেলিম ভূঁইয়া
  • চট্টগ্রাম-৩: মোস্তফা কামাল পাশা
  • চট্টগ্রাম-৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
  • চট্টগ্রাম-১৫: নাজমুল মোস্তফা আমিন
  • কক্সবাজার-২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ

এর আগে ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল। মোট ৩০০ আসনের মধ্যে দলটির ঘোষিত প্রার্থী হলো ২৭৩ জন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net