স্টাফ রিপোর্টার ।।
মানুষকে ভয় দেখাতেই সাম্প্রতিক হামলাগুলো চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সরকার জনগণকে সঙ্গে নিয়ে এসব হীন, কাপুরুষোচিত ও চক্রান্তমূলক হামলার উপযুক্ত জবাব দেবে।
আজ রোববার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কথা বলার সময় এসব কথা বলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলম পদত্যাগ করার পর পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসানকে জলবায়ু ও পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
- সাম্প্রতিক হামলাগুলো ভয় দেখানোর উদ্দেশ্যে চালানো হচ্ছে বলে মন্তব্য
- জনগণকে সঙ্গে নিয়ে চক্রান্তমূলক হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা
- নির্বাচন যত ঘনিয়ে আসছে, অপচেষ্টা তত বাড়ছে—রিজওয়ানা হাসান
- জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যম প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য
- তথ্য হতে হবে বস্তুনিষ্ঠ, বিকৃত নয়—গণমাধ্যম নিয়ে সরকারের অবস্থান
- অজামিনযোগ্য মামলায় জামিন বিচারকের এখতিয়ার—দ্বৈত অবস্থান নিয়ে প্রশ্ন
তথ্য উপদেষ্টা বলেন, মানুষ যত বেশি নির্বাচনমুখী হচ্ছে, ততই নির্বাচনকে ভীতিকর করে তুলতে এ ধরনের অপচেষ্টা বাড়ছে।
জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ওই সময়ে গণমাধ্যম প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। গণমাধ্যম সাধারণত গণতন্ত্র চর্চায় বলিষ্ঠ ভূমিকা রাখলেও জুলাই আন্দোলনের সময় তার ব্যত্যয় ঘটেছে। সঠিক তথ্য প্রচার হয়নি—কখনো গণমাধ্যম পারেনি, আবার কখনো করতেও দেওয়া হয়নি।
তথ্য কীভাবে উপস্থাপিত হওয়া উচিত—সে বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, তথ্য হতে হবে বস্তুনিষ্ঠ, বিকৃত নয়। সরকার এমন একটি শক্তিশালী ও গণমুখী গণমাধ্যম দেখতে চায়, যেখানে তথ্য খণ্ডিত বা বিকৃতভাবে উপস্থাপনের সুযোগ থাকবে না।
অজামিনযোগ্য মামলায় জামিন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে বিচারকের এখতিয়ার রয়েছে। বিচারক চাইলে জামিন দিতে পারেন, আবার চাইলে আসামিকে কারাগারে পাঠাতে পারেন। একদিকে বিনা বিচারে মানুষকে কারাগারে রাখার অভিযোগ ওঠে, আবার অন্যদিকে জামিন দিলেও সমালোচনা করা হয়—এই দ্বৈত অবস্থানও সমস্যা তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।
