স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ ও মতের পার্থক্যের ঊর্ধ্বে একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “আমাদের নানামত, নানা ধর্ম, নানা রীতিনীতি থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য।”
তিনি উদ্বেগ প্রকাশ করেন সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর শুনে এবং বলেন, “শপথ গ্রহণের পরপরই সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়টি আমাকে কষ্ট দিয়েছে।” ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, “আমাদের সংবিধান সবার সমান অধিকার নিশ্চিত করেছে। নাগরিকদের সুরক্ষা রাষ্ট্রের দায়িত্ব।”
ড. ইউনূস আরও বলেন, “তথ্য বিশ্লেষণে ফারাক দেখা যাচ্ছে। সত্য জানার জন্য গভীরভাবে খোঁজ নিতে হবে। ভুল তথ্য বন্ধে সবাইকে সজাগ থাকতে হবে।” তিনি দেশকে একটি “নতুন বাংলাদেশ” হিসেবে গড়ে তোলার আহ্বান জানান যেখানে সঠিক তথ্য প্রবাহ এবং তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিত করা হবে।