স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ প্রদান করা হচ্ছে।
সোমবার (৩ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানা যায়। পোস্টে উল্লেখ করা হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক ও মুক্তচিন্তার প্রতিচ্ছবি আবরার ফাহাদ। স্বাধীনতা পদক প্রাপ্তি তার আত্মত্যাগের স্বীকৃতি, যা ন্যায়বিচারের পথে জাতিকে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে। ২০২১ সালের ৮ ডিসেম্বর এ ঘটনায় দোষী সাব্যস্ত ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত।