স্টাফ রিপোর্টার ।।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করে তাদের নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর এনসিপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “হাজারো মানুষের রক্তের বিনিময়ে আওয়ামী লীগ বিদায় হয়েছে। যতদিন আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকবে, ততদিন আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “সাত মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচারিক কার্যক্রম শুরু করেনি। দ্রুততম সময়ের মধ্যে দলটির নিবন্ধন বাতিল করা জরুরি।”
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ করেন।