শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

মুর্শিদাবাদে হবে বাবরি মসজিদ, ভিত্তিপ্রস্তর স্থাপনে মমতা!

by ঢাকাবার্তা
বাবরি মসজিদ। ফাইল ফটো
কলকাতা প্রতিনিধি ।।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের ৬ ডিসেম্বর, অর্থাৎ অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে, মুর্শিদাবাদে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

বিধায়কের বক্তব্য: হুমায়ুন কবীর বলেন, ‘১৯৯২ সালে আমাদের বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। সেই দিনটিকে আমরা কালা দিবস হিসেবে পালন করে আসছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করব। এটি একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে।’ তিনি আরও বলেন, এই উদ্যোগ সম্পূর্ণ ব্যক্তিগত এবং এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর

তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর

আলোচনার সূত্রপাত: হুমায়ুন কবীরের এই ঘোষণাকে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার শুরু হয়েছে। বিজেপি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেছে, এটি তাদের ধর্মনিরপেক্ষতার ভণ্ডামি প্রকাশ করছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, ‘তৃণমূল মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলবে, আর তাদের বিধায়কদের দিয়ে বাবরি মসজিদ তৈরি করাবে। পশ্চিমবঙ্গের হিন্দু মানুষ এদের আসল চেহারা চিনে ফেলেছে।’

প্রেক্ষাপট: উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকরা অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করেছিল, যা দীর্ঘদিন ধরে বিজেপির রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট অযোধ্যার জমি রামলালার (হিন্দু দেবতা রামের) নামে প্রদান করে। ২০২৩ সালের ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন হয়।

হুমায়ুন কবীরের এই ঘোষণা বাবরি মসজিদের স্মৃতি নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং পশ্চিমবঙ্গে নতুন আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net