সোমবার, আগস্ট ৪, ২০২৫

ভারতীয় সংস্থার সঙ্গে বাংলাদেশের ২১০ কোটি টাকার জাহাজ নির্মাণ চুক্তি বাতিল

by ঢাকাবার্তা
বাংলাদেশ-ভারতের পতাকা

ডেস্ক রিপোর্ট ।।

বাংলাদেশ সরকার ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)-এর সঙ্গে ২ কোটি ১০ লাখ ডলারের (প্রায় ২১০ কোটি টাকা) টাগবোট নির্মাণ চুক্তি বাতিল করেছে। চুক্তিটি ছিল বাংলাদেশ নৌবাহিনীর জন্য ৮০০ টন ধারণক্ষমতাসম্পন্ন সমুদ্রগামী একটি টাগবোট নির্মাণের লক্ষ্যে, যা গত বছর শেখ হাসিনার আমলে সম্পাদিত হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, জিআরএসই সম্প্রতি ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এক বিজ্ঞপ্তিতে জানায়—বাংলাদেশ সরকার চুক্তিটি বাতিল করেছে। এটি ছিল ভারতের ৫০ কোটি ডলারের প্রতিরক্ষা ঋণরেখার আওতায় বাংলাদেশে বাস্তবায়িত প্রথম বড় প্রকল্প

চুক্তি বাতিলের সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন গত সপ্তাহে ভারত বাংলাদেশি তৈরি পোশাক আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে। এর অংশ হিসেবে নয়াদিল্লি উত্তর-পূর্বাঞ্চলের ১১টি স্থল সীমান্ত চৌকি দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি নিষিদ্ধ করেছে। এতে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হুমকির মুখে পড়বে, যার ৯৩ শতাংশই হয়ে থাকে স্থলপথে

এর আগেও ভারত এপ্রিল মাসে নিজেদের বিমানবন্দর ও পোর্ট ব্যবহার করে বাংলাদেশি পণ্যের তৃতীয় দেশে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশও ১৩ এপ্রিল ভারত থেকে সুতা রপ্তানি বন্ধ করে দেয়

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে ভারতের বৃহত্তম উপমহাদেশীয় বাণিজ্য অংশীদার ছিল বাংলাদেশ। ওই সময় ভারত বাংলাদেশে ১ হাজার ১০৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করে, আর বাংলাদেশ থেকে আমদানি করে ১৮০ কোটি ডলারের পণ্য

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net