শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

বসুন্ধরার চেয়ারম্যান-এমডিসহ ৮ জনের ব্যাংক হিসাব জব্দ

by ঢাকাবার্তা
বসুন্ধরার পরিবার

স্টাফ রিপোর্টার ।। 

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবার সোবহান ও এমডি সায়েম সোবহান আনভীরসহ তাদের পরিবারের ৮ জনের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রবিবার (৬ অক্টোবর) সব ব্যাংকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এছাড়া বসুন্ধরা গ্রুপের সব ধরনের ঋণ এবং আমদানি-রপ্তানির তথ্য চাওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে বিএফআইইউতে এসব তথ্য দিতে হবে।

অন্য যাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তারা হলেন বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান তানভীর, ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান তাসভীর। এছাড়া সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান।

চিঠিতে ব্যাংকগুলোকে বলা হয়, এই আটজনের নামে একক মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসাবও এক মাসের জন্য স্থগিত রাখতে হবে। এসব ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংকে থাকা হিসাবে যত ধরনের লেনদেন হয়েছে তার তথ্যও চেয়েছে বিএফআইইউ।

এছাড়া বসুন্ধরা গ্রুপরে এই আট পরিচালকের এবং তাদের প্রতিষ্ঠানের নামে ঋণ থাকলে তার হিসাব নম্বর, ঋণের বর্তমান স্থিতি, খেলাপি থাকলে তারও তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে বিএফআইইউ। পাশাপাশি আমদানি বা রপ্তানি সংক্রান্ত তথ্য বিশেষ করে আমদানি বা রপ্তানির বিলের বিস্তারিত তথ্য, লকার সংক্রান্ত তথ্য চিঠি পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এসব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সাধারণত সন্দেহজনক লেনদেনের তথ্য পেলে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়।

অ্যাকাউন্ট ফ্রিজের পাশাপাশি এসব ব্যক্তি ও বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানের ঋণ হিসাবের তথ্য তলব করা হয়েছে। এ ক্ষেত্রে ঋণগ্রহীতার নাম, ঋণ হিসাব নম্বর, ঋণের বর্তমান স্থিতি ও শ্রেণিমান জানাতে বলা হয়েছে। আমদানি-রপ্তানি তথ্যের ক্ষেত্রে কী পরিমাণ অর্থ অপ্রত্যাবাসিত আছে (দেশে আনা হয়নি) তাও বিস্তারিত জানাতে হবে।

এছাড়া লকার-সংক্রান্ত তথ্যও জানাতে হবে। এসবের পাশাপাশি তাদের প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব ধরনের সচল হিসাবের তথ্য দিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণী পাঠাতে হবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net