রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

স্বপ্ন সুপারশপে ১৬০ টাকায় গরুর মাংস-আলু মিক্স কম্বো

মাংস-আলু মিক্স বড় সাইজ কম্বোর দাম ৩০০ টাকা

by ঢাকাবার্তা
স্বপ্ন সুপারশপের গরুর মাংস ও আলু মিক্স কম্বো

স্টাফ রিপোর্টার ।। 

চেইন সুপারশপ ‘স্বপ্ন’ এবার গ্রাহকদের কেনার সুবিধার্থে এনেছে গরুর মাংস ও আলু মিক্স কম্বোর সাশ্রয়ী অফার।  আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ঢাকা, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার জোনের নির্দিষ্ট আউটলেটে এই অফার থাকবে।

‘স্বপ্ন’ কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট পরিবারের কেনার সুবিধার্থে গরুর মাংসের সঙ্গে আলুসহ কম্বো প্যাক করা হয়েছে। যেখানে কম্বো প্যাকটির নাম গরুর মাংস-আলু মিক্স (স্মল), ছোট এই প্যাকে থাকছে গরুর মাংস ২০০ গ্রাম ও আলু ১০০ গ্রাম (১০ পিস গরুর মাংসের সঙ্গে ১০ পিস আলু), যার বিক্রয়মূল্য ধরা হয়েছে মাত্র ১৬০ টাকা।

আরেকটি প্যাকে থাকছে গরুর মাংস-আলু মিক্স (লার্জ), বড় এই প্যাকে ৩৭৫ গ্রাম মাংসের সঙ্গে ২০০ গ্রাম আলু থাকবে, যার বিক্রয়মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা।

মূলত, একটি পরিবারের এক বা দুবেলার মাংস-ভাতের আয়োজনে ক্রেতাদের জন্যে সুবিধাজনক এই প্যাক এনেছে ‘স্বপ্ন’।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net