বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

শাবিপ্রবিতে ভর্তির আগে ডোপ টেস্ট, মাদকবিরোধী বার্তা স্পষ্ট

by ঢাকাবার্তা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো

শাবিপ্রবি প্রতিনিধি ।। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ভিন্নমাত্রায়। রক্ত পরীক্ষা ও ডোপ টেস্টে উত্তীর্ণ হলেই মিলছে স্নাতকে ভর্তির অনুমতি—এমনই কড়াকড়ির মধ্য দিয়ে চলছে ভর্তি প্রক্রিয়া। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে দৃঢ় মাদকবিরোধী বার্তা।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে শুরু হয় প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম। প্রথম দিনে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ১ থেকে ৫০০তম স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ডাকা হয়েছে। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে এই কার্যক্রম।

ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, “অনেক শিক্ষার্থীর রক্তের গ্রুপ জানা না থাকায় প্রথমেই সেটি নির্ণয় করা হচ্ছে। এরপর করা হচ্ছে ডোপ টেস্ট, যার ফল তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে। নেগেটিভ ফল পেলে শিক্ষার্থীরা পরবর্তী ধাপে যাচ্ছেন, আর পজিটিভ হলে দেওয়া হচ্ছে কাউন্সেলিং।”

ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক নারায়ণ সাহা জানান, পরীক্ষায় পাঁচটি ক্যাটাগরি—স্লিপিং পিল, ইয়াবা, হেরোইন, গাঁজা ও অ্যালকোহল—পরীক্ষা করা হচ্ছে। স্লিপিং পিল চিকিৎসকের পরামর্শে নেওয়া হলে তা বিবেচনায় নেওয়া হচ্ছে, তবে মাত্রাতিরিক্ত হলে কাউন্সেলিংয়ের মাধ্যমে বিষয়টি দেখা হচ্ছে।

‘ওয়ান স্টপ সার্ভিস’ পদ্ধতিতে ৭ ধাপের ভর্তি

স্মার্ট ও ঝামেলাবিহীন প্রক্রিয়ার অংশ হিসেবে ভর্তি চলছে ‘ওয়ান স্টপ সার্ভিস’ পদ্ধতিতে। সাত ধাপের মধ্যে রয়েছে রক্ত পরীক্ষা, ডোপ টেস্ট, স্বাক্ষর যাচাই, তথ্য যাচাই ও রেজিস্ট্রেশন, ভর্তি ফি প্রদান, চূড়ান্ত যাচাই এবং হল সংযুক্তিসহ আবাসন আবেদন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। খুলনা থেকে আসা অভিভাবক আবদুল আউয়াল বলেন, “নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এমন নিয়ম চাকরির ক্ষেত্রেও থাকা উচিত।”

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী মুয়াজ বিন ওমর বলেন, “স্বপ্নের বিভাগে ভর্তি হতে পেরে ভালো লাগছে। ভর্তির প্রক্রিয়াটাও ছিল ঝামেলামুক্ত।”

ভর্তির তারিখ ও ফি সংশোধন

অনিবার্য কারণে ১৭ এপ্রিল নির্ধারিত ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম পিছিয়ে ২২ এপ্রিল পুনঃনির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ভর্তি ফি ১৭ হাজার টাকা থেকে কমিয়ে ১৪ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এ বছর শাবিপ্রবি এককভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে। এবার বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগে মোট ১,৬৭১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net