স্টাফ রিপোর্টার ।।
আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকেরা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের নাগরিকদের জন্য দিল্লি থেকে ভিসা সেন্টার ঢাকায় বা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন।
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ড. ইউনূস জানান, ভারতে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তি সীমিত হওয়ায় অনেক শিক্ষার্থী ইউরোপের ভিসা নিতে সমস্যায় পড়ছেন। তিনি ভিসা সেন্টার ঢাকায় বা প্রতিবেশী দেশে স্থানান্তরের মাধ্যমে এই সমস্যা সমাধানের প্রস্তাব দেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
বৈঠকে অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত হেড অব ডেলিগেশন মাইকেল মিলার, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ ১৯ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক সংবাদ ব্রিফিংয়ে জানান, বৈঠকটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক এবং কূটনীতিকদের সঙ্গে এক আন্তরিক আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে।