স্টাফ রিপোর্টার ।।
সিটি ব্যাংক লিমিটেড কর্মীদের বেতন পুনর্গঠন করেছে, যা কার্যকর হয়েছে ১ নভেম্বর ২০২৪ থেকে। নতুন কাঠামো অনুযায়ী, কর্মীরা নভেম্বরের বকেয়াসহ ডিসেম্বর মাসে বর্ধিত বেতন পাবেন। বেতন বৃদ্ধি সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত।
মূল্যস্ফীতির চাপ মোকাবিলার উদ্যোগ
গত আড়াই বছরে নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও ১১.৩৮% মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে কর্মীদের জীবনযাত্রা সহজ করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যাংকটি বার্ষিক বেতন খাতে ১৬২ কোটি টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে, যা ২০২৫ সালের শেষ নাগাদ ৩০০ কোটি টাকা বাড়বে।
বেতন বৃদ্ধির হার ও কাঠামো
সহকারী কর্মকর্তারা সর্বনিম্ন ১০% এবং সিনিয়র এক্সিকিউটিভরা সর্বোচ্চ ৫০% পর্যন্ত বেতন বৃদ্ধির আওতায় আছেন। গড় বেতন বৃদ্ধির হার ২৩%।
ব্যাংক পরিচালনা পর্ষদের বক্তব্য
চেয়ারম্যান আজিজ আল কায়সার জানিয়েছেন, কর্মীদের মঙ্গল নিশ্চিত করতে বেতন ভাতা সমন্বয় করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন জানান, ব্যাংকের মুনাফা বৃদ্ধি কর্মীদের নৈতিক অধিকারকে স্বীকৃতি দিয়েছে।
এই সিদ্ধান্তে সিটি ব্যাংক কর্মক্ষেত্র হিসেবে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।