সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আশুতোষের বিধ্বংসী ব্যাটিংয়ে দিল্লির রোমাঞ্চকর জয়

by ঢাকাবার্তা
জয়সূচক ছক্কার পর আশুতোষের উদযাপনৃ

ক্রিকইনফো ।।

বিশাখাপত্তনমে আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে এক নাটকীয় উত্তেজনায় দিল্লি ক্যাপিটালস (ডিসি) মাত্র এক উইকেট হাতে রেখে ২০৯ রানের বড় লক্ষ্যে জয় তুলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টসের (এলএসজি) বিপক্ষে। ম্যাচের মূল নায়ক ছিলেন আশুতোষ শর্মা, যিনি শেষ দিকে ব্যাট হাতে অসাধারণ ৬৬* রান করে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দেন।

প্রথমে ব্যাট করতে নেমে এলএসজি ২০৯ রান করে ৮ উইকেটে। তাদের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন নিকোলাস পুরান (৭৫) ও মিচেল মার্শ (৭২)। মাত্র ৬৬ বলেই দু’জন মিলে তুলেছিলেন ১৪৭ রান। শুরুতে দেখে মনে হচ্ছিল স্কোর ২৫০ ছাড়িয়ে যাবে, কিন্তু দিল্লির বোলাররা শেষ দিকে দুর্দান্তভাবে ফিরে আসে। শেষ সাত ওভারে মাত্র ৪৮ রান দিয়ে এলএসজির ৭টি উইকেট তুলে নেয় তারা। মার্কো স্টার্ক ৩ উইকেট এবং কুলদীপ যাদব ২ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তবে লক্ষ্যে নেমে দিল্লির শুরুটা ছিল ভয়াবহ। ইনিংসের শুরুতেই মাত্র ৭ রানের মধ্যে তারা হারায় ৩ উইকেট। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে দলটি পড়ে চরম চাপে। ৬.৪ ওভারে ৬৫ রানে ৫ উইকেট হারানো দিল্লির জয়ের সম্ভাবনা তখন মাত্র ১.৪৬% ছিল। সেই অবস্থায় ক্রিজে নামেন আশুতোষ শর্মা, যিনি এবার নতুন দলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে সুযোগ পেয়েছেন। শুরুটা ছিল ধীর, প্রথম ২০ বলে করেছিলেন ২০ রান। অপরদিকে, দলের আরেক নবাগত অলরাউন্ডার বিপ্রাজ নিগমও ক্রিজে আসেন।

এবারের আইপিএলে সবচে দামী খেলোয়ার ঋষভ পন্ত প্রথম ম্যাচেই আউট হলেন শূন্য রানে।

এবারের আইপিএলে সবচে দামী খেলোয়ার ঋষভ পন্ত প্রথম ম্যাচেই আউট হলেন শূন্য রানে।

নিগমের আগ্রাসী ব্যাটিং দিল্লিকে আবার ম্যাচে ফিরিয়ে আনে। ১৪তম ওভারে রবি বিষ্ণোইকে টানা দুটি চার ও এক ছক্কা হাঁকান নিগম। পরের ওভারে শাহবাজ আহমেদকে মারেন এক চার ও এক ছক্কা। মাত্র ১৫ বলে ৩৯ রান করে নিগম এলএসজিকে চাপে ফেলে দেন। তবে ৪২ রান দরকার থাকতে তিনি আউট হয়ে যান।

সেখান থেকে আশুতোষ নিজের মারকুটে মেজাজে ফিরে আসেন। বিষ্ণোইকে টানা ৬, ৪, ৬ হাঁকিয়ে ম্যাচে উত্তেজনার পারদ চড়ান। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৬ রান। যদিও শেষ উইকেট জুটিতে খানিকটা নাটক তৈরি হয়, কুলদীপ যাদব রানআউট হন। কিন্তু আশুতোষ সেই চাপ সামলে শাহবাজ আহমেদের বল সোজা ছক্কায় উড়িয়ে দিল্লিকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ২৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি, ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৪টি চার।

উল্লেখযোগ্য যে, গত আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত ফিনিশার ছিলেন আশুতোষ। তবে অনেক ম্যাচেই শেষ মুহূর্তে তার দল হেরে যেত। এবার দিল্লির জার্সিতে ঠিক সময়ে ঝলসে উঠলেন তিনি।

এলএসজির হয়ে রাথি, সিদ্ধার্থ ও বিষ্ণোই প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন। দিল্লির হয়ে স্টার্ক ৩ উইকেট ও কুলদীপ ২ উইকেট নেন।

মূল মুহূর্তসমূহ:

  • এলএসজির ২০৯/৮: পুরান ৭৫, মার্শ ৭২
  • দিল্লির ভয়াবহ শুরু: ৭ রানে ৩ উইকেট
  • বিপরাজ নিগমের ঝড়ো ৩৯ (১৫ বল)
  • আশুতোষের ২৮ বলে ৬৬*, শেষ ওভারে ছক্কায় জয়
  • দিল্লির জয় এক উইকেটে, ৩ বল হাতে রেখে

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net