স্টাফ রিপোর্টার ।।
জেলা প্রশাসকদের (ডিসি) পক্ষ থেকে পুলিশের হাতে চায়নিজ রাইফেল, সাব মেশিনগান (এসএমজি) ও ৯ এমএম পিস্তলের মতো প্রাণঘাতী অস্ত্র না রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকজন ডিসি শটগান ও ছররা গুলির ব্যবহার বন্ধেরও দাবি করেছেন। এসব প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে আসন্ন জেলা প্রশাসক সম্মেলনের জন্য, যা আগামী ১৬ ফেব্রুয়ারি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিলেটের ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, পুলিশের প্রাণঘাতী অস্ত্র ও ছররা গুলির ব্যবহার নিষিদ্ধ করা প্রয়োজন। তিনি উল্লেখ করেছেন, ছররা গুলি দীর্ঘমেয়াদে মানবদেহের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, “প্রাণঘাতী অস্ত্র একেবারে নিষিদ্ধ করা অবিবেচনাপ্রসূত। প্রয়োজনে এর ব্যবহার সীমিত করা যেতে পারে।” তবে কিছু পুলিশ কর্মকর্তা মনে করেন, অস্ত্র ছাড়া পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
ডিসিরা পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন দেওয়ার ক্ষমতা চান। ১৯৭৭ সালে বন্ধ হওয়া এই প্রথা পুনরায় চালুর দাবি করেছেন তাঁরা। পাশাপাশি কনস্টেবল নিয়োগে ডিসি কার্যালয়ের প্রতিনিধি রাখা এবং জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ ভবনগুলোকে কেপিআই ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকরা মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের প্রস্তাবগুলো স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে বাস্তবায়নের জন্য যাচাই-বাছাই চলছে।