ডেস্ক রিপোর্ট ।।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে আবু ধাবিতে অনুষ্ঠানের গ্রিন কার্পেটে মেয়ে আরাধ্যর হাত ধরেই সামনে এলেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। কিন্তু কেন সর্বদা, সর্বক্ষণ মেয়েকে নিয়ে ঘোরেন এই অভিনেত্রী? যা নিয়েই এবার প্রশ্নের মুখে পড়লেন তিনি। অনেকেই জানতে চান, ১৩ বছরের আরাধ্য কী স্কুলে যায় না? আইফার মঞ্চে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময়ও মেয়েকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন বচ্চন বধূ।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, রেড কার্পেটে আরাধ্যর সাথে হাসিমুখে পোজ দিচ্ছেন ঐশ্বরিয়া। ঠিক তখনই একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, কেন আরাধ্য সর্বদা সর্বত্র তার সাথে থাকে? যার উত্তরে নায়িকা বলেন, ‘ও আমার মেয়ে। তাই ও আমার সঙ্গে সব জায়গায় যায়’।
ওই সাংবাদিক আরও বলেন, ‘আরাধ্য ইতিমধ্যেই সেরাটা শিখছে আপনার থেকে’। পাল্টা ঐশ্বরিয়া তার হাত মুঠো করে শূন্যে তুলে জানান, ‘তার মেয়ে আসলেই সেরা।’
গেল সপ্তাহের শুরুতে, আরাধ্যকে নিয়েই প্যারিসে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে ল’রিয়াল প্যারিসের একটি ইভেন্টে মার্জার সরণীতে হাঁটেন নায়িকা।