সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

গলে নাটকীয় ড্র, নাজমুলের জোড়া সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলাদেশ

by ঢাকাবার্তা
ম্যাথিউসকে ফিরিয়ে তাইজুলের উল্লাস

ক্রিকইনফো ।। 

১২ বছর পর গলে কোনো টেস্ট ম্যাচ ড্র হলো, তাও নাটকীয় এক টানটান উত্তেজনার মধ্য দিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের পঞ্চম দিনে শেষ বিকেলের ৫ ওভার আগে দুই দল ম্যাচ ড্র মেনে নেয়। সেসময় ক্রিজে ছিলেন ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস, যাঁরা শেষ ৫৩ বল ধরে জমে থাকা লড়াইটিকে ড্রয়ের দিকে নিয়ে যান।

ম্যাচে সবচেয়ে উজ্জ্বল ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে ১২৫* রান করে তিনি ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো জোড়া সেঞ্চুরি এবং টেস্ট ইতিহাসে এমন কীর্তি গড়েছেন মাত্র ১৪ জন ব্যাটসম্যান। শান্তর অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ ৪৯৫ ও ২৮৫/৬ ডিক্লেয়ার করে শ্রীলঙ্কার সামনে ২৯৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়।

শেষবারের মতো সাজঘরের পথে ম্যাথিউস

শেষবারের মতো সাজঘরের পথে ম্যাথিউস

শ্রীলঙ্কা জয়ের লক্ষ্য নিয়ে নেমে ৩২ ওভারে ৭২/৪ করে খেলা শেষ করে। টাইগারদের স্পিনার তাইজুল ইসলাম দারুণ বোলিং করে ২৩ রানে ৩ উইকেট শিকার করেন, আর নাঈম হাসান নেন ১ উইকেট। তবে ক্যাচ মিস ও কিছু সুযোগ হাতছাড়া হওয়ায় আর ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের।

পঞ্চম দিনের শুরুতে বাংলাদেশ ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে খেলা শুরু করে। এরপর বৃষ্টির কারণে প্রায় আড়াই ঘণ্টা খেলা বন্ধ থাকে। ফেরার পর শান্ত দ্বিতীয় ইনিংসেও শতক পূর্ণ করেন। তারপর ইনিংস ঘোষণা করা হয় ৮৭ ওভারে ২৮৫/৬ রানে।

লঙ্কানদের ২৯৬ রানের লক্ষ্য দিয়ে শেষ দিনে ৩৭ ওভার সময় রেখে বাংলাদেশ তাদের বোলিং আক্রমণ শুরু করে। শুরুতেই উইকেট তুলে নেন তাইজুল ও নাঈম। এরপর ম্যাথুজ ও চান্ডিমালকে ফিরিয়ে জয়ের স্বপ্ন উঁকি দিতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত ডি সিলভা ও কামিন্দুর দৃঢ়তায় ম্যাচ গড়ায় ড্রয়ে।

জোড়া শতক করে ম্যাচ সেরা নাজমুল হোসেন শান্ত

জোড়া শতক করে ম্যাচ সেরা নাজমুল হোসেন শান্ত

ম্যাচের ফলাফল বাংলাদেশ দলকে যেমন আক্ষেপে ফেলেছে, তেমনি শান্তর ব্যাটিং, স্পিনারদের ধারালো বোলিং এবং গলে লঙ্কানদের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স নিঃসন্দেহে আশার আলো দেখিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৯৫ (মুশফিক ১৬৩, শান্ত ১৪৮, লিটন ৯০; আসিথা ৪/৮৬) এবং ২৮৫/৬ ডি (শান্ত ১২৫*, সাদমান ৭৬, মুশফিক ৪৯; থারিন্দু ৩/১০২)
শ্রীলঙ্কা: ৪৮৫ (নিশাঙ্কা ১৮৭, কামিন্দু ৮৭; নাঈম ৫/১২১) এবং ৭২/৪ (নিশাঙ্কা ২৪; তাইজুল ৩/২৩)
ফল: ড্র
ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন শান্ত

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net