স্টাফ রিপোর্টার ।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশবাসী, প্রবাসী বাংলাদেশি, সেনাবাহিনীর সকল কর্মকর্তা, সৈনিক, বেসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সেনাবাহিনী প্রধান বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা স্মরণ করিয়ে দেয়। এ উৎসব আমাদের সামাজিক জীবন, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করে।” তিনি পবিত্র এই দিনে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ সৈনিকদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং দেশের শান্তি ও উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীর প্রতিটি সদস্যের আত্মত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের বাইরে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে কর্তব্যরত সেনাসদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, “যারা পরিবার থেকে দূরে থেকেও ঈদের আনন্দ বয়ে আনছেন—তাঁদের ও তাঁদের পরিবারের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।”
তিনি আরও বলেন, “ঈদুল আযহার ত্যাগের আদর্শ আমাদের সামাজিক জীবনে মহত্ত্বের অনুপ্রেরণা হয়ে উঠুক। সেনাবাহিনীর প্রতিটি সদস্য যেন তাদের মহৎ গুণাবলি দিয়ে দেশের কল্যাণে অবদান রাখেন, সেটাই কাম্য।”
বাণীর শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং সকলের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।