শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

পাক প্রতিরক্ষা বাহিনীর প্রধান হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির

পাকিস্তানের ইতিহাসে তিনি দ্বিতীয় এবং ছয় দশকের মধ্যে প্রথম ফিল্ড মার্শাল।

by ঢাকাবার্তা
পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির

ডেস্ক রিপোর্ট ।। 

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আরও ক্ষমতাধর হয়েছেন। এবার তিনি সেনাবাহিনীর পাশাপাশি দেশটির প্রতিরক্ষা বাহিনীর (সিডিএফ) প্রধানের দায়িত্বও পেলেন। বৃহস্পতিবার পাকিস্তান সরকার তাঁকে দেশের প্রথম সিডিএফ প্রধান হিসেবে নিয়োগ দেয়।

এদিনই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রস্তাব প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অনুমোদন করেন। চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে চার দিনের সংঘাতের অল্প কিছুদিন পর জেনারেল আসিম মুনির ফিল্ড মার্শাল পদে উন্নীত হন। তিনি পাঁচ বছরের জন্য সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাকিস্তানের ইতিহাসে তিনি দ্বিতীয় এবং ছয় দশকের মধ্যে প্রথম ফিল্ড মার্শাল।

এ ছাড়া প্রেসিডেন্ট জারদারি এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবর সিধুর মেয়াদ দুই বছর বাড়ানোর প্রস্তাবেও সই করেছেন। তাঁর বর্তমান পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে, এরপর বাড়তি মেয়াদ কার্যকর হবে।

গত ১২ নভেম্বর পার্লামেন্ট সংবিধানের ২৪৩ নম্বর ধারা সংশোধন করে আসিম মুনিরকে আইনি দায় থেকে অব্যাহতি দেয়। ২৭তম সংশোধনীর মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে যেকোনো অপরাধ বা প্রশাসনিক অভিযোগে আজীবন দায়মুক্তির সুযোগ তৈরি হয়।

২০২২ সালে আইএসআই প্রধান থেকে তিনি পাকিস্তানের ১১তম সেনাপ্রধান হন। পরে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তানের চার দিনের সংঘাতের পর ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ (ভারতের পক্ষ থেকে ‘অপারেশন সিঁদুর’) শেষে দ্রুতই তাঁকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net