শনিবার, আগস্ট ২, ২০২৫

উত্তরার মাইলস্টোনে বিধ্বস্ত হয়েছে যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান নয়: আইএসপিআর

by ঢাকাবার্তা
আইএসপিআর লোগো

স্টাফ রিপোর্টার ।। 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যে বিমান বিধ্বস্ত হয়েছে, সেটি প্রশিক্ষণ বিমান নয় বরং যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধবিমান—এ কথা স্পষ্ট করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ মঙ্গলবার পাঠানো এক বার্তায় আইএসপিআর জানায়, কিছু সংবাদমাধ্যম বিমানটিকে প্রশিক্ষণ বিমান হিসেবে উল্লেখ করলেও, এটি মূলত একটি যুদ্ধবিমান ছিল, যা প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছিল।

বার্তায় আরও জানানো হয়, গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর এ কে খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে অবস্থিত একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। চীনের তৈরি যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার শিকার হয়েছিল।

বিমান বিধ্বস্তের পর স্কুল ভবনে আগুন ধরে যায়। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে কান্নার রোল—দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে পাগলপ্রায় মা-বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

আজ সকালে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। আহত হয়েছেন আরও ১৭১ জন এবং তাদের মধ্যে ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net