সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

পাঞ্জাবে অন্তঃসত্ত্বা ও নবজাতকের মায়েদের জন্য আর্থিক সহায়তা চালু

‘আঘোশ’ কর্মসূচির আওতায় দুই বছরের কম বয়সী শিশুদের মা এবং অন্তঃসত্ত্বা নারীরা ২৩ হাজার রুপি পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।

by ঢাকাবার্তা
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। ফাইল ফটো

ডেস্ক রিপোর্ট ।।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ প্রথমবারের মতো ‘আঘোশ’ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন, যার আওতায় দুই বছরের কম বয়সী শিশুদের মা এবং অন্তঃসত্ত্বা নারীরা ২৩ হাজার রুপি পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম ধাপে এই কর্মসূচি পাঞ্জাবের ১৩টি জেলায় বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ডেরা গাজী খান, তাউন্সা, রাজনপুর, লাইয়া, মুজাফফরগড় ও কোট আদ্দু রয়েছে। পাশাপাশি, বাহাওয়ালপুর, রহিম ইয়ার খান, বাহাওয়ালনগর, ভাক্কর, মিয়ানওয়ালি, খুশাব ও লোধরানেও এ কর্মসূচি চালু হবে।

এই উদ্যোগের আওতায়, অন্তঃসত্ত্বা নারীরা স্বাস্থ্যকেন্দ্র বা মরিয়ম হেলথ ক্লিনিকে প্রথমবার নিবন্ধন করালে ২,০০০ রুপি সহায়তা পাবেন। এছাড়া, গর্ভাবস্থায় নিয়মিত চিকিৎসা পরীক্ষার জন্যও অর্থ সহায়তা দেওয়া হবে।

গর্ভকালীন প্রতিটি চেকআপের জন্য ১,৫০০ রুপি করে সর্বমোট ৬,০০০ রুপি প্রদান করা হবে। এছাড়া, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে সন্তান প্রসব করলে ৪,০০০ রুপি প্রদান করা হবে।

নবজাতকের জন্মের ১৫ দিনের মধ্যে প্রথম স্বাস্থ্য পরীক্ষা করালে মা ২,০০০ রুপি এবং স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নিবন্ধন করালে ৫,০০০ রুপি সহায়তা পাবেন। পাশাপাশি, প্রতিটি পর্যায়ের টিকা দেওয়ার জন্য ২,০০০ রুপি করে সর্বমোট ৪,০০০ রুপি দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানিয়েছেন, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং এই কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিক ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে। এছাড়া, কর্মসূচি সম্পর্কে তথ্য জানাতে বিশেষ টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, “একজন সুস্থ মা-ই একটি সুস্থ পরিবারের ভিত্তি গড়ে তোলে। তাই দরিদ্র ও দুর্গম এলাকার মায়েদের চিকিৎসা ও আর্থিক সহায়তা দেওয়া জরুরি।”

‘আঘোশ’ কর্মসূচি নবজাতক ও তাদের মায়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net