রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

সচিবালয়ে নাহিদ-আসিফের মন্ত্রণালয়ের ভবনে আগুন, ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।। 

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এই ভবনেই অফিস করেন উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনা বিবরণ

আগুনের খবর পাওয়া যায় বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে। রাত ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আটটি ইউনিট দিয়ে কাজ শুরু করে। পরিস্থিতির অবনতির কারণে পরে ১৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

প্রাণহানি

আগুন নেভানোর কাজে অংশ নেওয়ার সময় ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের সদস্য সোহানুজ্জামান নয়ন নিহত হন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানিয়েছেন, সকাল পৌনে ৭টার দিকে সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ক্ষয়ক্ষতি ও কারণ

আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যমতে, সচিবালয়ের এই ভবনে ছয়টি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর রয়েছে।

সারসংক্ষেপ

সচিবালয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির বিবরণ নিশ্চিত হওয়ার জন্য আরও সময় প্রয়োজন।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net