রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবন থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের ভবনটির ভূগর্ভস্থ (বেসমেন্ট) তলায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। যদিও প্রাথমিকভাবে বলা হয়েছিল, ভবনের নিচতলায় থাকা একটি রেস্তোরাঁয় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়; পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়।
আগুন লাগার সময় ভবনের ছাদে যারা আশ্রয় নিয়েছিলেন, তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও দুই শিশু রয়েছে।
ভবনটির বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনীসহ নানা ধরনের দোকান রয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাতে একই এলাকার গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। তখন বেশ কয়েকটি রেস্তোরাঁয় থাকা মানুষ ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। আজকের আগুনের ঘটনার পর ওই ভয়াবহ স্মৃতিই আবার অনেকের মনে ফিরে এসেছে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।