ডেস্ক রিপোর্ট ।।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আর নেই। বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে অজ্ঞান হয়ে পড়ার পর তাকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। রাত ৯টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মনমোহন সিং বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব শোকপ্রকাশ করেছেন।
কংগ্রেসের প্রবীণ নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা হাসপাতালে ছুটে যান তার ভর্তি হওয়ার খবর পেয়ে। ২০২১ সালে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে মনমোহনের শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন।
মনমোহন সিং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধানমন্ত্রী হিসেবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে পিভি নরসিমা রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে কাজ করেছেন। রিজার্ভ ব্যাংকের গভর্নর পদেও দায়িত্ব পালন করেন তিনি। উদার অর্থনীতি প্রবর্তনের জন্য তাকে ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি বলা হয়।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তরে প্রথম স্থান অর্জন করেন মনমোহন। পরে কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে ডি ফিল ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ তাকে ২০২৪ সালের জানুয়ারিতে কন্যার একটি বই প্রকাশ অনুষ্ঠানে জনসমক্ষে দেখা গিয়েছিল।
ভারতীয় রাজনীতিতে মনমোহন সিং-এর অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে একটি যুগের অবসান হলো।