শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সাবেক বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ আর নেই

by ঢাকাবার্তা
সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ

স্টাফ রিপোর্টার ।।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

তিনি দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তিনি। বিচারপতি আবদুর রউফের ছেলে মোহাম্মদ আরশাদুর রউফ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত। তাঁর মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

ঢাকাবার্তা পরিবার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। দেশের বিচার ও নির্বাচন ব্যবস্থায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net