স্টাফ রিপোর্টার ।।
১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬১ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ফরচুন বরিশাল। তবে মাহমুদউল্লাহ রিয়াদ, শাহিন শাহ আফ্রিদি এবং ফাহিম আশরাফের দুর্দান্ত পারফরম্যান্সে অবিশ্বাস্য জয় তুলে নেয় তামিম ইকবালের দল। বিপরীতে, বড় সংগ্রহ গড়েও হারের মুখ দেখতে হলো দুর্দান্ত রাজশাহীকে।
ম্যাচের সংক্ষিপ্ত চিত্র
প্রথম দুই ওভারে চাপে বরিশাল
খেলা শুরুর দুই ওভারের মধ্যেই নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল আউট হন। ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপের মধ্যে পড়ে ফরচুন বরিশাল।
ইয়াসিরের ঝড়ে রাজশাহীর সংগ্রহ ১৯৭
রাজশাহীর শুরুটা ছিল ধীর। ২৫ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির রাব্বি মিলে ১৪০ রানের জুটি গড়েন। বিজয় ৫১ বলে ৬৫ রান করে আউট হলেও, ইয়াসির ৯৪ রানে অপরাজিত থেকে দলকে ১৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন।
১০ ওভারে রাজশাহী ৭৫/২
প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে রাজশাহী তোলে ৭৫ রান। দলকে এগিয়ে নিচ্ছিলেন বিজয় (৩৫) এবং ইয়াসির (১৮)।
শুরুতেই জিসানের বিদায়
রাজশাহীর জিসান আলম আজ খালি হাতে বিদায় নেন। ক্যারিবিয়ান পেসার কাইল মায়ার্সের বলে বোল্ড হয়ে শূন্য রানে ফিরে যান তিনি।
টস ও শুরু
ম্যাচের শুরুতে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশাল।
শেষ কথা
অবিশ্বাস্য কামব্যাক করে ফরচুন বরিশাল দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। বড় সংগ্রহ করেও রাজশাহীর হারের কারণ হলো শেষ মুহূর্তে বোলিং ব্যর্থতা। বিপিএলের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে দর্শকরা উপভোগ করেছেন ক্রিকেটের রোমাঞ্চ।