স্টাফ রিপোর্টার ।।
জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারতীয় পরিকল্পনায় ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরির ষড়যন্ত্র চলছে। রাতে (২১ মার্চ) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
হাসনাত আবদুল্লাহ জানান, গত ১১ মার্চ দুপুর ২:৩০ মিনিটে ক্যান্টনমেন্টে তাঁকে ও আরও দুইজনকে ডেকে এই পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও ব্যারিস্টার তাপসকে সামনে রেখে একটি নতুন আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়, একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা দেশের জন্য ‘ভালো’ হবে।
তিনি আরও বলেন, প্রস্তাবনায় বলা হয়েছে, আগামী এপ্রিল-মে মাস থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করে এবং শেখ হাসিনাকে অস্বীকার করে নতুন একটি আওয়ামী লীগ গঠনের কথা বলা হবে। তবে তিনি ও তাঁর সঙ্গীরা এই প্রস্তাব তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেন এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবর্তে বিচার দাবি করেন।
হাসনাত আবদুল্লাহ দাবি করেন, আলোচনায় তাঁদের সতর্ক করে বলা হয়—আওয়ামী লীগকে ফেরাতে বাধা দিলে তার দায় তাঁদেরই নিতে হবে। তাঁদের উদ্দেশে বলা হয়, ‘আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক।’
তিনি প্রতিক্রিয়ায় বলেন, “আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে তা আমাদের লাশের উপর দিয়েই করতে হবে।”
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনের সময়ও এজেন্সি ও ক্যান্টনমেন্ট থেকে নানা চাপ এসেছে; তবে সবকিছু অস্বীকার করে তিনি জনগণের উপরেই আস্থা রেখেছেন। এবারও একইভাবে জনগণের সমর্থন কামনা করে তিনি বলেন, “৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের কোনো সুযোগ নেই, বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ হতেই হবে।”