বিশেষ প্রতিনিধি ।।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে হাইকমিশন প্রাঙ্গণ বর্ণাঢ্য ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সুসজ্জিত করা হয়।
সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং সমবেতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তারা ছাড়াও ইসলামাবাদে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা উপস্থিত ছিলেন।