শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

দক্ষিণে শিল্পের প্রতি গভীর সম্মান ও অনুশাসন রয়েছে: সাই মাঞ্জরেকার

by ঢাকাবার্তা
সাই মাঞ্জরেকার

বিনোদন ডেস্ক ।। 

বাবা মহেশ মাঞ্জরেকারের হাত ধরে শিশুশিল্পী হিসেবে মারাঠি ছবি ‘কাকস্পর্শ’-এ অভিনয় শুরু করেছিলেন সাই মাঞ্জরেকর। এরপর মাত্র ১৭ বছর বয়সে সালমান খানের বিপরীতে ‘দাবাং ৩’-তে নায়িকা হয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। ‘খুশি চাউতেলা’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়লেও, বলিউডে তাঁর যাত্রা খুব বেশি দূর এগোয়নি। ছয় বছরের ক্যারিয়ারে হাতে গোনা কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি।

তবে থেমে থাকেননি সাই। ধীরে ধীরে দক্ষিণ ভারতীয় সিনেমায় নিজের জায়গা তৈরি করছেন। সর্বশেষ তাঁকে দেখা গেছে তেলেগু ছবি ‘Arjun Son of Vyjayanthi’-তে। সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ভাষা নয়, গল্পই সিনেমার প্রাণ। তাঁর কথায়, “সিনেমার কোনো ভাষা নেই। দর্শকের সঙ্গে সংযোগ তৈরিই আসল বিষয়।”

এখন পর্যন্ত কোনো মারাঠি ছবিতে নায়িকা হিসেবে দেখা না গেলেও, ভবিষ্যতে ভালো চিত্রনাট্য ও পরিচালকের দৃষ্টিভঙ্গি তাঁকে অনুপ্রাণিত করলে তিনি মারাঠি ছবিতে কাজ করতে আগ্রহী।

সাই মাঞ্জরেকার

সাই মাঞ্জরেকার

বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির পার্থক্য নিয়ে সাই বলেন, “বলিউডে গল্প বলার নিজস্ব শৈলী আছে, আর দক্ষিণে শিল্পের প্রতি গভীর সম্মান ও অনুশাসন রয়েছে। দুই জায়গার অভিজ্ঞতা আমাকে আলাদা করে গড়ে তুলেছে।” তিনি ধৈর্য ধরে ধীরে এগোতে চান, গুণগত মানে বিশ্বাসী।

২৩ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, “ইন্ডাস্ট্রিতে প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। ভুল করলে ক্ষমা পাওয়া সহজ নয়। এখন আমি প্রতিটি সিদ্ধান্তে সতর্ক। তাড়াহুড়া নয়, সঠিক নির্বাচনই ক্যারিয়ার গড়ে দেয়।”

বাবা মহেশ মাঞ্জরেকর তাঁর সবচেয়ে বড় প্রেরণা হলেও, সাই কখনো বাবার নাম ভাঙিয়ে সুযোগ নিতে চাননি। মহেশ নিজেও বলেছেন, “সাফল্য সাইকে নিজের পরিশ্রমেই অর্জন করতে হবে। আমি কোনো ছবির জন্য ওর নাম সুপারিশ করব না, তবে সব সময় ওর পাশে থাকব।”

সাই মাঞ্জরেকর এখন এক নতুন পথের যাত্রী—যেখানে ভাষা নয়, গল্পই তাঁর গন্তব্য। তাঁর এই যাত্রা বলিউড ও দক্ষিণী সিনেমার সংযোগস্থলে এক নতুন সম্ভাবনার দিক উন্মোচন করছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net