শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

শেখ হাসিনার অবস্থান সম্পর্কে ভারত কিছু জানায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

by ঢাকাবার্তা
তৌহিদ হোসেন

স্টাফ রিপোর্টার ।। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে অন্য কোনো দেশে যাত্রার বিষয়ে ভারত সরকার কোনো তথ্য প্রদান করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রায় তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, “ভারত থেকে শেখ হাসিনা অন্য কোথাও গেছেন কিনা, সে সম্পর্কে ভারত সরকার আমাদের কিছু জানায়নি। তবে আমরাও ভারতের কাছে এ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করিনি বা তাদের কাছ থেকে কোনো তথ্য জানতে চাইনি।”

তৃতীয় মাত্রায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং উপস্থাপক জিল্লুর রহমান

তৃতীয় মাত্রায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং উপস্থাপক জিল্লুর রহমান

পতিত সরকারের প্রধানমন্ত্রীর ভারতে অবস্থান ও ভারত পরবর্তী গন্তব্য সম্পর্কে জনমনে কৌতূহল থাকলেও এই বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যোগাযোগ বা তথ্য আদানপ্রদান হয়নি বলে তৌহিদ হোসেন ইঙ্গিত দেন। এর ফলে শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে গুঞ্জন ছড়ালেও সরকারিভাবে এর কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এই পরিস্থিতিতে জনসাধারণের মধ্যে বিভিন্ন ধরণের আলোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিদেশ নীতিতে স্বচ্ছতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net