শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

পাক-ভারত উত্তেজনা: বিশ্ব নেতাদের সতর্ক করলেন খাজা আসিফ

by ঢাকাবার্তা
খাজা আসিফ

ডেস্ক রিপোর্ট ।।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে বাড়তে থাকা উত্তেজনার বিষয়ে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পূর্ণমাত্রার সংঘর্ষের আশঙ্কা রয়েছে—এ নিয়ে আন্তর্জাতিক মহলের ‘উদ্বিগ্ন’ হওয়া উচিত।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আসিফ। অনলাইন জিও নিউজ জানিয়েছে, মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

ভারত হামলার দায় একতরফাভাবে পাকিস্তানের ওপর চাপালেও ইসলামাবাদ তা ‘ভুয়া’ অভিযোগ বলে প্রত্যাখ্যান করেছে। এ প্রসঙ্গে খাজা আসিফ সতর্ক করে বলেন, ভারতের দখলে থাকা কাশ্মীরে প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনায় পরিস্থিতি সহজেই পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে।

তিনি বলেন, “ভারতের পক্ষ থেকে যা করা হবে, আমরা তার সমপরিমাণ প্রতিক্রিয়া দেখাব। যদি পূর্ণমাত্রার হামলা শুরু করে, আমরাও পাল্টা জবাব দেব।” তবে আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলেও জানান তিনি।

বিশ্ব নেতাদের উদ্দেশে তিনি বলেন, “দুটি পরমাণু শক্তিধর দেশের সংঘর্ষ সবসময়ই চিন্তার বিষয়। পরিস্থিতি খারাপের দিকে গেলে এর পরিণতি হবে ভয়াবহ।”

অন্যদিকে, হামলাকারীদের ‘পৃথিবীর যেখানেই থাকুক না কেন’ খুঁজে বের করে শাস্তি দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের দায় চাপানো নিয়ে প্রশ্ন করা হলে খাজা আসিফ বলেন, “হ্যাঁ, এমন পরিস্থিতির জন্য তারাই দায়ী। এখন উচিত আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা।” তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সবধরনের সন্ত্রাসবাদের বিরোধী, আর পহেলগাঁওয়ের ঘটনায় পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই। বরং ভারতের উচিত সুষ্ঠু তদন্ত করা—অভিযোগ করে দায় এড়ানো নয়।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net