সোমবার, এপ্রিল ২১, ২০২৫

সরকার বদলালে বাংলাদেশ-ভারত সম্পর্ক বদলাতে পারে : ভারতীয় সেনাপ্রধান

by ঢাকাবার্তা
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ফাইল ফটো

ডেস্ক রিপোর্ট ।।

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারত-বাংলাদেশ সম্পর্কে পরিবর্তন আসতে পারে। শনিবার নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। চীন ও পাকিস্তানের সম্পর্কের বিষয়ে আলোচনা করতে গিয়েই বাংলাদেশ প্রসঙ্গ টানেন তিনি।

চীন ও পাকিস্তানের সম্পর্কের বিষয়ে মন্তব্য করতে গিয়ে দ্বিবেদী বলেন, “তাদের মধ্যে উচ্চ মাত্রার যোগাযোগ রয়েছে, যা মেনে নিতে হবে। এর অর্থ, দুই ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা।”

সেই প্রসঙ্গে সেনাবাহিনীর প্রস্তুতি, চলমান সংঘাত থেকে শিক্ষা, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও নিয়ন্ত্রণ রেখা সম্পর্কেও কথা বলেন তিনি।

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা হলে দ্বিবেদী বলেন, “সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশ। তাদের আমাদের প্রতিবেশী যেকোনো দেশের সঙ্গে সম্পর্ক থাকলে তা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। সন্ত্রাসবাদের পথ সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে, যা আমাদের জন্য প্রধান উদ্বেগের বিষয়।”

বাংলাদেশ প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, “এখনই কোনো সিদ্ধান্ত নিলে তা তড়িঘড়ি হয়ে যাবে। তবে বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারত-বাংলাদেশ সম্পর্কে পরিবর্তন আসতে পারে।”

তিনি আরও বলেন, “বর্তমান সামরিক বাহিনীর (বাংলাদেশের) সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী। আমরা নিয়মিত নোট বিনিময় করি, যাতে কোনো দ্বিধা-দ্বন্দ্ব না থাকে।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net