বিশেষ প্রতিনিধি ।।
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার ঘটনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের কাছ থেকে ব্যাখ্যা দাবি করেছে।
সোমবার (২ ডিসেম্বর) উত্তর আগরতলায় হাইকমিশন প্রাঙ্গণে হিন্দু সংঘর্ষ সমিতির নেতৃত্বে কিছু উগ্র সমর্থক হামলা চালায়। তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলে। একই দিনে মুম্বাইয়ের বাংলাদেশ উপহাইকমিশনের সামনেও বিক্ষোভ প্রদর্শিত হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে নিন্দা জানান।
ভারতীয় পুলিশ এই ঘটনায় সাতজনকে আটক করেছে এবং ত্রিপুরার তিন পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করেছে। আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় একটি মামলা হয়েছে এবং তদন্ত চলছে।
বাংলাদেশ সরকার এই হামলাকে কূটনৈতিক সম্পত্তির উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে এবং ভারতের পক্ষ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ভারতের সাথে যৌথ আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।