সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ভিসা ইস্যুতে ভারতের সিদ্ধান্ত সার্বভৌম: পররাষ্ট্র উপদেষ্টা

by ঢাকাবার্তা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

স্টাফ রিপোর্টার ।।

ভারত-বাংলাদেশ ভিসা ইস্যু নিয়ে অন্তর্র্বতীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভিসা দেওয়া বা না দেওয়া একটি দেশের সার্বভৌম অধিকার। কোনো দেশ যদি কাউকে বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, তাহলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত, এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালুর বিষয়ে কোনো তথ্য জানানো একমাত্র সে দেশের সরকারের এখতিয়ারভুক্ত। তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার বিষয়টি নিয়ে তাদের সিদ্ধান্ত জানাবে এবং কার্যক্রম বাড়াবে, যাতে বাংলাদেশি নাগরিকরা সহজে ভিসা পেতে পারেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশে ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার ব্যয়ের বিষয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটি নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো প্রভাব পড়বে বলে তিনি মনে করেন না।

তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শুধু বলেছেন, কোনো বিস্তারিত দেননি বা কাউকে অভিযুক্ত করেননি। আমরাও দেখেছি, এ ধরনের কোনো অনিয়ম হয়নি। কাজেই এটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণ দেখি না।”

তিনি আরও জানান, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় যে অনুসন্ধানের ভিত্তিতে বক্তব্য দিয়েছে, সেটি কোনো আনুষ্ঠানিক তদন্ত ছিল না, বরং খোঁজ নিয়ে দেখা হয়েছে বিষয়টি কী।

তৌহিদ হোসেন বলেন, “আমরা যেখানে পারি, অনানুষ্ঠানিকভাবে খোঁজ নিয়ে দেখেছি যে, মার্কিন সরকার একটি মার্কিন প্রতিষ্ঠানকে এই অর্থ দিয়েছে, যা বিভিন্ন এনজিও ও গণতন্ত্রের পক্ষে কাজ করা সংগঠনের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে।”

তিনি জোর দিয়ে বলেন, ২৯ মিলিয়ন ডলার যথাযথ মাধ্যমে এসেছে এবং এটি দুই ব্যক্তির পরিচালিত কোনো অজ্ঞাত প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। যদি এমন কিছু ঘটত, তাহলে সেটি সহজেই জানা যেত।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net