রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

লেবুর দাম বেশি, কিনছে না মানুষ, বিপাকে বিক্রেতারা

by ঢাকাবার্তা
লেবু। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।। 

রমজান মাস এলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা নতুন নয়। প্রতিবারের মতো এবারও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। ঢাকার বিভিন্ন বাজার ঘুরে ও দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, লেবুর দাম এত বেশি যে ক্রেতারা কেবল দাম জিজ্ঞেস করেই চলে যাচ্ছেন, কিনছেন না। অথচ বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই।

অবৈধ মুনাফা লুটে নেওয়ার চক্র সক্রিয়

বাজার সংশ্লিষ্টরা বলছেন, লেবুর অস্বাভাবিক দামের পেছনে মূল কারণ একটি শক্তিশালী সিন্ডিকেট। দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলের ছত্রছায়ায় থেকে এই অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে বাজার নিয়ন্ত্রণ করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার থাকাকালে এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে এখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, যাদের সঙ্গে লুটেরাদের কোনো সখ্য নেই। তাহলে সরকারের কঠোর পদক্ষেপ নিতে বাধা কোথায়?

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, পথে বসার শঙ্কায় ছোট দোকানিরা

ব্যবসায়ীরা জানান, মধ্যস্বত্বভোগী ও পাইকারদের কারসাজির কারণে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। যদি এদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়, তাহলে লেবুর দাম ৫-১০ টাকা হালিতে নেমে আসতে পারে। বর্তমানে ছোট খুচরা ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। তাদের স্টকে থাকা লেবু দু-এক দিনের মধ্যে বিক্রি না হলে রং ফ্যাকাশে হয়ে যাবে এবং তা বিক্রয়ের অযোগ্য হয়ে পড়বে। এতে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়বেন।

সরকারের এখনই ব্যবস্থা নেওয়া দরকার

সাধারণ ক্রেতারা বলছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারকে কঠোর হতে হবে। যদি এখনই ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে পুরো রমজানজুড়ে লুটেরা চক্রের দাপট চলবে। ভোক্তারা আশা করছেন, সরকারের নজরদারি বাড়ানো হলে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে লেবুসহ অন্যান্য পণ্যের দাম দ্রুত স্বাভাবিক হবে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net