শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

এস এম কামরুল হাসান সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও নিযুক্ত

by ঢাকাবার্তা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান লেফটেন্যান্ট জেনারেলের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, ২২ আগস্ট ২০২৪

স্টাফ রিপোর্টার ।।

লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান পিএসও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান লেফটেন্যান্ট জেনারেলের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন।

এস এম কামরুল হাসান একজন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল। তিনি বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের ১৭তম প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টরিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে ৬৬তম পদাতিক ডিভিশনের দায়িত্ব পালন করেন।

লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান ১৯৮৯ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ২১তম বিএমএ লং কোর্সে অস্ত্র প্রশিক্ষণে শীর্ষ ক্যাডেট হিসেবে কমিশন পান।লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান অ্যালায়েন্স ফ্রাঙ্কোয়েস থেকে ফরাসি ভাষা শিখেছেন এবং আন্তর্জাতিক মানবিক আইনে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিষয়ে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net